Main Header Ads

গুজরাটের কুখ্যাত সন্ত্রাসী মোদি কি করতে যাচ্ছে কাশ্মীরে!!?

কাশ্মীরের সর্বদলীয় হুররিয়াত কনফারেন্সের প্রধান সাইয়েদ আলী গিলানিকে গৃহবন্দি করা হয়েছে।
ইতিহাসের নির্মম হত্যাযজ্ঞের আশংকা...!

একজন ভারতীয় মুসলমান ভাইয়ের কথা..
---
আমি একজন ভারতীয় বাঙালি মুসলিম ছেলে।
আমি যেখানে থাকি সেখানের আসে পাশের গ্রামগুলো বেশিরভাগই মুসলিম সম্প্রদায়ের বসবাস।
আমি গ্রাম ছেড়ে 7 কিমি দূরে শহরেই বেশিরভাগ সময়টা কাটাই পড়াশোনার সূত্রে।
সারাদিন কোথাও কিছু না খেয়েই থাকার চেষ্টা করি কারণ গো- সন্তানরা হারাম খাবার খাওয়াতে পারে এরজন্যে আমি বাড়ি থেকে 3 টে টিফিন নিয়ে যায়। 
তাই স্বাভাবিক ভাবেই ব্যাগটা উচু হয়ে থাকে, সেজন্য প্রায়ই আমার ব্যাগ চেক করা হয় কারণ দেখাই আমি কিনা সন্দেহভাজন ব্যক্তি ব্যাগে বোম থাকতে পারে আর একদিন আমার ব্যাগ চেক করে ওরা অপমান করেছিলো। আমাকে বলেছিল আমি নাকি ভিখারী বাচ্চা তাই খাবার কেনার টাকা নেই আমার কাছে ...... আরো অনেক কিছু খারাপ গালাগালি করেছিল। এছাড়া পায়ের টাকলুর উপরে প্যান্ট গুটিয়ে পরলে তারা নানাভাবে অপমান করে।
আমার মা একজন সরকারী কর্মচারী, পর্দা করে আর পর্দা করার জন্যে মাকে নানাভাবে তিরস্কার করা হয় অফিসে। আমার মা আল্লাহের রহমতে ও নিজের ট্যালেন্টের জোরে চাকরি পেয়েছিল তাসত্ত্বেও অনেকেই আমার মা এর কাজের ভুল খোজার চেষ্টা করে তাকে কাজ থেকে বাদ দিতে ছেয়েছিলো কিন্তু আল্লাহ হইতো এটা চাইতেন না।
.....সবথেকে বেশি কষ্টতে আছে উত্তরপ্রদেশের মুসলিমরা আমারই পরিচিত একটি পরিবার উত্তরপ্রদেশে থাকে চাকরিসূত্রে কিন্তু ওখানে তাদের উপর অমানবিক নির্যাতন করা হয় এমনকি মাদ্রাসার পানির ট্যাংকে বিষ মিশিয়ে ছোটো ছোটো বাচ্চাদের মেরে ফেলা হচ্ছে আর কোনো মিডিয়া এইসব খবর প্রচার করে না বরং চেপে দেয়। আমি আমার দুঃখের খবর নিজের আই.ডি তেও শেয়ার করতে পারি না কারণ গো- রক্ষক কুত্তাগুলোকে সেখানে গিয়েও রিপোর্ট মারা শুরু করে।সকলে একটু দুয়া করবেন যেনো আল্লাহ্ আমাদের ভালো রাখেন।
হে মহান মালিক কাশ্মীর বাসীকে হেফাজত করুন!

No comments

Theme images by borchee. Powered by Blogger.