Main Header Ads

পূর্বে যেখানে ২৫ টাকা ভাড়া সেখানে নেয়া হচ্ছে ৫০ টাকা ভাড়া | শায়েস্তাগঞ্জ টু হবিগঞ্জ

শায়েস্তাগঞ্জ ডেস্কঃ শায়েস্তাগঞ্জ থেকে হবিগঞ্জ যাতায়াতের ভাড়া 25 টাকা করে কিন্তু ঈদের আগের মুহূর্ত থাকায় কিছু অসাধু ড্রাইভার ভাড়া 50 টাকা করে আদায় করার চেষ্টা করছে শুধু এখন এই সময়ের জন্যই না প্রত্যেকটির ঈদ এবং পূজার আগের মুহূর্তে তারা এই কাজটি করে বলে যাত্রীদের অভিযোগ ।



এছাড়া যাত্রীরা ক্ষুব্ধ হয়ে বলে যে  ভাড়ার এমন পরিবর্তনের কারনে ভুগানিন্তে ভুগতে হচ্ছে । তারা এমন ভাড়া এর তিব্র নিন্দা করে 999 এ ফোন করে  এ বিষয়ে জানানো হলে তারা জানায় এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে । যাত্রীরা এ বিষয়ে সিএনজি সমিতিকে তারা ভাড়ার ব্যাপারে প্রশ্ন করলে তারা এ বিষয়ে কিছু বলতে চায়নি ।

নিউজ সংগ্রহ ঃ   
Shahriar Saam

No comments

Theme images by borchee. Powered by Blogger.