Main Header Ads

ভালোবাসার গল্প ৪

ভালোবাসার গল্প ৪র্থ পর্ব

গল্পটি সর্ম্পূন কাল্পনিক ।
গল্পটির প্রধান দুই চরিত্রের নাম  রাতুল ও নীলা ।



গার্ড জুতা জুড়া  নিয়ে গিয়ে বাহিরে ফেলে দেয়..।

পরোক্ষনে রাতুল বুঝতে পারে নীলা কেন থাকে এরকম জুতা গিফট করেছে, আসলে নীলা জুতা দেওয়ার কারন হলো ,নীলা  তার প্রতিবন্ধকতার কারনেই তাকে এইরকম জুতা গিফট করেছে,
সে গার্ডকে জিজ্ঞাসা করে যে জুতা গুলা সে কোথায় ফেলেছে.
গার্ড বলে যে ঐ ঝরনার মধ্যে সে জুতাগুলা ফেলে দিয়েছে..
রাতুল পাগলের মত ছুটে যায় সে দিকে এবং আনেক কষ্টে সে জুতা জোড়া নিয়ে ফিরে আসে সে..
সে বুঝে গেছে যে নীলা থাকে ভালোবাসে ..

পরের দিন
রাতুল আজ প্রথমেই ট্রেনের মধ্যে নীলার কাছে চলে যায়,
আজ সে নীলার দেয়া জুতা জোড়া হাতে পড়ে এসেছে ..
রাতুল: কেমন আছেন ম্যাডাম…?
নীলা: ভালো আছি, তুমি কেমন আছো..?
রাতুল: ভালো আছি, এভাবে দুজন কথা বলতেছে আর ট্রেন গন্তব্য দিকে এগিয়ে যাচ্ছে , পরের ষ্টেষনে যখন ট্রেন থামলো তখন জানালা দিয়ে হঠাৎ একটা হাইজ্যাকার নীলার ব্যাগ নিয়ে চলে যায় . নীলা চিৎকার করে আমার ব্যাগ নিয়ে যাচ্ছে এই বলে কান্না করে..
রাতুল এইসব দেখে সে প্রতিবন্ধীতার কথা ভুলে গিয়ে ছুটতে থাকে হাইজ্যাকার এর পেছনে ,
নীলা তখন দেখে অবাক রাতুল কি তাহলে এতদিন নীলার সাথে অভিনয় করলো , সত্যটা হলো নীলা একটি প্রতিবন্ধী মেয়ে ,,,
সে ভাবে রাতূল হয়তো সেটা জানেনা 


No comments

Theme images by borchee. Powered by Blogger.