টিউশনের গল্প - পর্ব -২ | বাংলা ধারাবাহিক গল্প | লেখক:- ফেরদৌস শাহ | FolkMahal
বাসায় ঢুকতেই অভিযোগ... বাচ্চাদের পড়াশোনা নাকি আমি ভাল করে পড়াই না
কালকে রাফির জেনারেল-নলেজ টেস্ট
কিছুই নাকি মাথায় রাখতে পারছে না
দরজা বন্ধ করে আধা ঘণ্টায় মজা করে রাজধানীর নাম মুখস্ত করিয়ে ফেললাম
পড়াশোনা শেষ করে রুম থেকে বের হয়ে বাসার সবাইকে সামনে ডেকে শুনালাম;
“নেপালের রাজধানী কি বলো তো?”
রাফি চোখ বন্ধ করে বলল ‘কাঠমুন্ডু‘
“পাকিস্তানের?”
‘ইসলামাবাদ’
বাসার সবাই মুগ্ধ
সাথে আমিও নিজের উপর মুগ্ধ
...ফ্ল্যাশ ব্যাকঃ রাফিকে কিছু ট্রিক ওয়ার্ড শিখিয়ে দিয়েছিলাম
“মনোযোগ দিয়ে শুন... ‘কাট’ ‘মুন্ডু’ এই শব্দ দুইটা মনে রাখতে পারবে না? নেপালের কথা শুনলেই মনে করবে মুন্ডু কাটতে হবে? মনে থাকবে?”
‘হিহি আর ভুলবো না স্যার’
“পাকিস্তান খুব ভালো দেশ না ...৭১ এ ইসলামের নামে অনেক নিরীহ মানুষ মেরেছে ... তাই সেখানে ‘ইসলাম’ ‘বাদ’... মনে রাখতে পারবে না শব্দ দুটো? পাকিস্তানের কথা শুনলেই মনে করবে ইসলাম বাদ... মাঝখানে তোমার ‘মা’ কে বসিয়ে দিবে... হয়ে গেলো তাদের রাজধানী ইসলামাবাদ”
“আর ‘দিল্লী কা লাড্ডু’ শব্দটা মনে থাকবে না? তাহলে ভারতের রাজধানী কি হলো? দিল্লী কা লাড্ডুর প্রথম শব্দটা... হয়ে গেলো তাদের রাজধানী”
পরের দিন স্কুল থেকে নাকি ফোন এসেছে অভিভাবক যেতে হবে কি আর করার ছাত্রের মা কল করে বলে দিলেন স্যার স্কুলে নাকি যেতে হবে একটু খুশি হয়ে
ভাবলাম ফার্স্ট টাস্ট হয়ে গেছে বুঝি
যেয়ে দেখি;
নেপালের রাজধানী লিখেছে: 'মুন্ডু কাট'
পাকিস্তানের রাজধানী লিখেছে: 'ইসলাম নাই'
আর ভারতের রাজধানী লিখেছে: 'খা লাড্ডু'
... স্কুলের টিচার আমার দিকে তাকিয়ে আছে... আমিও উনার দিকে তাকিয়ে আছি
পরের পৃষ্ঠায়;
চায়নায় রাজধানী লিখেছে: 'সজারু' (বেজি শিখিয়েছিলাম... বেজি থেকে বেজিং... বাট আমার ব্রিলিয়ান্ট ছাত্র বেজি ভুলে গেছে... তাই সজারু)
আফগানিস্থানের রাজধানী: 'আবুল' (হ্যা 'কাবুল' মুখস্ত করাতে যেয়ে উপরের তলার বাবুল চাচার এক্সাম্পল এনেছিলাম... বাট হোয়াই আবুল?)
বাংলাদেশের রাজধানী লিখেছে: 'ঢেকে রাখা' (আর এক্সপ্লেনশান দিতে ইচ্ছে করছে না)
No comments