ভালোবাসার গল্প ৩
ভালোবাসার গল্প ৩য় পর্ব
গল্পটি সর্ম্পূন কাল্পনিক ।
গল্পটির প্রধান দুই চরিত্রের নাম রাতুল ও নীলা ।
নীলা: অনেকদিন ধরে
এই ট্রেন এ আসা যাওয়া করি তো তাই, এখানের সবাই পরিচিত হয়ে গেছে , সবাই ভাবে আমি এই
সিটে বসি তাই কেউ আর এই সিটে বসেনা, আর আমার এই সিটটা অনেক আপন হয়ে গেছে,
রাতুল: ও আচ্ছা
ভালো তো…
নীলা: আচ্ছা তুমি
যাও গিয়ে তোমার কাজ করো..
রাতুল: ঠিক আছে
ম্যাডাম, ভালো থাকেন
নীলা: হুম যাও তুমিও
ভালো থাকো
রাতুল চলে আসে
,নীলা তখন ভাবে রাতূল ছেলেটা সবার থেকে আলাদা কেমন জানি ভালো লাগে রাতুলকে তার,
পরের দিন
রাতুল আজ আবার ট্রেনে
পত্রিকা বিক্রি শুরো করেছে , আর সে এমনটা করতেছে একমাত্র নীলাকে দেখা আর তার সংঙ্গে
কথা বলার জন্য, সে নীলার কাছে গিয়ে নীলাকে ডাক দিল ..
রাতুল: ম্যাডাম
কেমন আছেন..?
নীলা: ভালো, তুমি
কেমন আছো ..?
রাতুল: ভালো আছি
ম্যাডাম
তারপর নীলা একটি
গিফট বক্স এগিয়ে দেয় রাতুলের দিকে.
রাতুল: এতে কি আছে
ম্যাডাম..?
নীলা: বাড়িতে গিয়ে
খুলে দেখ কি আছে..
রাতুল: ঠিক আছে
ম্যাডাম
এই বলে রাতূল ঐদিনের
মতো বিদায় নেয়
রাতুল আর গার্ড
বসে আছে , সামনে গিফট বক্স , দুজনই বসে আছে ভিতরে কি আছে দেখার জন্য,
রাতুল গিফট বক্সটা
খুলে এবং খুলার পর সে এবং গার্ড অবাক হয়ে যায় .
এটা কোন গিফট হতে
পারে
গার্ড: সাব কেউ
কাউকে জুতা গিফট করে এটা আমি জানতামনা
রাতূল: (মন খারাপ
করে) থাক না স্যার বাদ দেন ওসব কথা
No comments