ভালোবাসার গল্প ২
ভালোবাসার গল্প ২য় পর্ব
গল্পটি সর্ম্পূন কাল্পনিক ।
গল্পটির প্রধান দুই চরিত্রের নাম রাতুল ও নীলা ।
এই বলে রাতুল তার
ব্যাগ নিয়ে ক্যাম্প ত্যাগ করলো , সে জঙ্গলের মধ্য দিয়ে রেললাইন ধরে হাটছে হঠাৎ একজন ফরেস্ট গার্ড এর সঙ্গে দেখা ,
গার্ড : কী সাব
আপনি এই জঙ্গলে রেললাইন ধরে একা একা হেটে কোথায় যাচ্ছেন ..?
আপনাকে’তো আগে কখনও এই এলাকায় দেখিনি কোথা থেকে
আসলেন ..?
রাতুল : আমাকে কী
এখানে কোথাও থাকার জায়গা করে দিতে পারবেন ,পরে আমি আপনাকে সব খুলে বলবো,
গার্ড : এই জঙ্গলে
আবার থাকার জায়গা , চলেন দেখি কোন ব্যবস্তা করা যায় কি না ,
> দুজন হাটছে
আর রাতুল তার সব ঘঠনা বলতেছে ,নীলার কথাও বলেছে,
গার্ড : হাফ ছেড়ে
. সাব আপনার মতো দুঃখী মানুষ হয়তো খুব কমই আছে ,আপনি যেন আপনার ভালোবাসার মানুষকে আপন
করে নিতে পারেন ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি ,
পরে গার্ড রাতুলকে
তার বাসাতেই নিয়ে যায় ,রাতুলকে ফ্রেশ হতে বলে
গার্ড রাতুলের জন্য নাস্তা তৈরী করতে
চলে যায় ,
এদিকে রাতুল বসে
ভাবতেছে কিভাবে নীলাকে ইমপ্রেস করা যায় ,কারন সে তো নীলার কাছে একজন প্রতিবন্ধী,
সে ভাবতেছে আবার
ঐ ট্রেনে যাবে সে প্রতিবন্ধী সেজে
রাতের খাবার খেয়ে
গার্ড এর সাথে কিছু সময় গল্প করে রাতুল ঘুমাতে গেল ,কিন্তু তার চোখে একদম ঘুম আসছেনা
,চোখ বুঝলেই সে শুধু নীলাকে দেখতে পায় ,এভাবে সে অনেক রাত পার করলো সকাল হতেই সে তাড়াহুড়ো
করে ফ্রেস হয়ে বেরিয়ে যায় , গার্ড পিছন পিছন
ডাকে নাস্তা করার জন্য কিন্তু কে শুনে কার
কথা
রাতুল এগিয়ে চললো
ষ্টেষনের দিকে ..
সে আজ ভিক্ষা নয়
পত্রিকা বিক্রি করবে , ট্রেন আসার পর রাতুল ট্রেন এ উঠে পত্রিকা বিক্রি শুরো করে ..
বিক্রি করতে করতে
সে নীলার কাছে অব্দি চলে যায় , গিয়ে দেখে মেয়েটি আনমনে জানালার দিয়ে বাহিরে তাকিয়ে
আছে .
রাতুল: ম্যাডাম
নীলা: রাতুলের দিকে
তাকিয়ে অবাক হয়ে বললো ,কেমন আছো…?
রাতুল: ভালো আছি
, আপনি কেমন আছেন..?
নীলা: ভালো আছি,
পত্রিকা দিয়ে কি করছো..?
রাতুল: ম্যাডাম
, আমি এখন আর ভিক্ষা করিনা ,আপনি যে টাকা দিয়েছিলেন তা দিয়ে এই পত্রিকা বিক্রি শুরো
করেছি ,
নীলা: ভালো তো ভিক্ষা
করার চেয়ে কাজ করাই উত্তম ,
রাতুল: ম্যাডাম,
আপনার নাম কি..?
নীলা: নীলা, তোমার
নাম কী..?
রাতুল: অনেক সুন্দর
নাম . আমার নাম রাতুল ,, আচ্ছা ম্যাডাম আপনি কী করেন ..?
নীলা: আমি একটি
অফিসে জব করি..
রাতুল: আপনি প্রতিদিন
এই সিটে বসেন কেন..?
No comments