Main Header Ads

করোনা মোকাবেলায় শায়েস্তাগঞ্জ পুর্ব বাগুনিপাড়া লায়ন ক্লাব

শায়েস্তাগঞ্জ ডেস্ক- দেশের যে কোন দুর্ভিক্ষ এবং খারাপ পরিস্থিতিতে এলাকার গরিব অসহায় মানুষের পাশে থেকেছে লায়ন ক্লাব। ক্লাবের প্রতিষ্ঠাতা সাথিউর শাহ, বর্তমান সভাপতি সুমন শাহ, সেক্রেটারি মোঃ শাহিন, কেশিয়ার শাহ শাব্বির,সাবেক সেক্রেটারি আমান শাহ সবসময় ক্লাবের সদস্যদের নিয়ে গরিব অসহায় মানুষের সেবা করে আসছেন। বর্তমানে এই করোনা মহামারীতে তারা এলাকার জন্য নিরালস্য পরিশ্রম করে যাচ্ছেন, এই রকম পরিস্থিতিতে পুরো এলাকায় জিবানুনাশক স্প্রে প্রয়োগ করা হয়। আর দেশের এই খাদ্য সংকটাপন্ন অবস্তায় এলাকার ৬৫ টি দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ক্লাবের এই নিরলস পরিশ্রমে যারা সব সময় অংশ নেন - সাথিউর শাহ, শাহ সুমন, মোঃ শাহিন,শাহ সাব্বির,শাহ মানিক, আল আমিন সাইফি, শাহ রিপন ভাইদের আমাদের ব্লগের পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। আমাদের এলাকার জাস্ট্রিন ট্রুডো আপনারাই, এলাকার মানুষ আপনাদের সব সময় মনে রাখবে, মুখে বলে আপনাদের কৃতজ্ঞতা ও অবদান প্রকাশ করা সম্ভব না তাই পোষ্টটি করলাম। কোন ভুল হয়ে থাকলে ক্ষমা করে দিবেন - জুবায়ের

No comments

Theme images by borchee. Powered by Blogger.